Monday, November 26, 2012


অনাবিল সুখস্পর্শ



অনাবিল সুখস্পর্শ
এইচ এম শরীফ উল্লাহ

তোমাকে একটি ফুল দিব
যা নির্মল নিষ্কলুষ একটি আত্মা,
তুমি কি কখনও দেখেছ অন্তর্দৃষ্টি মেলে
একটি ফুল কত নিষ্পাপ হতে পারে!
এই দেখ নির্মল দু'টি চোখ পানে
এটা কোন অহংকৃত আত্মা নয়
এটা হতে পারে আকাশে ভেসে বেড়ানো একটি চঞ্চল শুভ্র মেঘ
এটা হতে পারে সদ্য জন্ম নেয়া একটি নিষ্পাপ শিশু,
হতে পারে সদ্য ফুটা একটি প্রষ্ফুটিত নিষ্কলুষ ফুল
এটা হতে পারে চরম সহিষ্ণু একটি বৃক্ষ
যার শাখা প্রশাখা ও সবুজ পাতা নিজে রুদে পুরে
ছায়া দান করতে জানে গ্রীষ্মের পথচারীকে
হতে জানে একটু অমৃতবারি যা পান করে কোন
তৃঞ্চার্ত প্রাণ তার তৃষিত আত্মাকে প্রশান্তি দিতে পারে।
এটা হতে পারে চাতকের দীর্ঘ প্রতীক্ষিত এক পশলা বৃষ্টি
হতে পারে এটা ঝর্ণা যা প্রতিনিয়ত চঞ্চল পায়ে
চলতে থাকে, পারে কোন নির্জীব পাথরকেও জাগিয়ে তু্লতে।
এটা জানে না অহংকৃত পোশাকে আত্মাকে আবৃত করতে
জানে না এটা প্রাণহীন পাষাণের নির্জীবতায় শৈল হতে।
হ্যা, এটা জানে সাগরের গভীরতায় নির্মল ভালোবাসায় আপ্লোত করতে।
দিতে জানে চাঁদের হিরণ্ময় জ্যোতিতে তোমার আত্মাকে একটি অনাবিল সুখস্পর্শ ।
১৬ টি মন্তব্য
kabirbdboyকাছের মানুষ১৬ মার্চ ২০১২, ১২:৩৭
তোমাকে একটি ফুল দিব
যা নির্মল নিষ্কলুষ একটি আত্মা,
তুমি কি কখনও দেখেছ অন্তর্দৃষ্টি মেলে
একটি ফুল কত নিষ্পাপ হতে পারে!
 
দারুন লাগল। 
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মার্চ ২০১২, ১৬:১১
অসংখ্য ধন্যবাদ প্রিয় কাছের মানুষ, ভালো থাকবেন অনেক অনেক।

শুভকামনা সতত 
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু১৬ মার্চ ২০১২, ১৩:০৫
অনেক ভালো লাগা কিছু কথা। সুন্দর হয়েছে শরীফ ভাই
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মার্চ ২০১২, ১৬:১৩
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যও। অসংখ্য ধন্যবাদ ভাই।

খুব ভালো থাকবেন।
attariqসফেদ কুহেলি১৬ মার্চ ২০১২, ১৩:৩৬
হতে জানে একটু অমৃতবারি যা পান করে কোন
তৃঞ্চার্ত প্রাণ তার তৃষিত আত্মাকে প্রশান্তি দিতে পারে।
 


শুভেচ্ছা রইল
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মার্চ ২০১২, ১৬:১৭
অভিনন্দন আপনাকে সফেদ কুহেলী ভাই, 

শুভকামনা সতত । 
খুব ভালো থাকবেন।
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী১৬ মার্চ ২০১২, ১৪:১৩
হতে জানে একটু অমৃতবারি যা পান করে কোন
তৃঞ্চার্ত প্রাণ তার তৃষিত আত্মাকে প্রশান্তি দিতে পারে।
এটা হতে পারে চাতকের দীর্ঘ প্রতীক্ষিত এক পশলা বৃষ্টি
 
ভালো লাগলো .... 
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মার্চ ২০১২, ১৬:১৮
অসংখ্য ধন্যবাদ মেহেদী জান্নাত ভাই।

শুভকামনা রইলো......
anamikaরোদেলা কাব্য১৬ মার্চ ২০১২, ১৬:৪০
অসাধারণ ভাইয়া........শুভেচ্ছা নেবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মার্চ ২০১২, ২২:১১
মন্তব্য দিয়ে ধন্য করার জন্য কৃতজ্ঞ রোদেলা।

খুব ভালো থাকবেন .।.।।
sazzad77সাজ্জাদ হোসাইন ধূসর১৬ মার্চ ২০১২, ১৮:০৬
তোমাকে একটি ফুল দিব
যা নির্মল নিষ্কলুষ একটি আত্মা,
তুমি কি কখনও দেখেছ অন্তর্দৃষ্টি মেলে
একটি ফুল কত নিষ্পাপ হতে পারে! 

সুন্দর লিখেছেন।
মন ছুয়ে গেল।
শুভেচ্ছা জানবেন


bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মার্চ ২০১২, ২২:১৫
আপ্লোত হলাম আপনার অমূল্য মন্তব্যে। অনেক অনেক ধন্যবাদ প্রিয়।

খুব ভালো থাকবেন আশা করি।

শুভেচ্ছা.।।।
Rongpencilরঙপেন্সিল১৬ মার্চ ২০১২, ২২:০৮
অসম্ভব সুন্দর একটি কবিতা। ভালো লেগেছে। শুভেচ্ছা জানবেন। 
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মার্চ ২০১২, ২২:১৩
কৃতজ্ঞতা অনুভব করছি সুন্দর মন্তব্যের জন্য । অসংখ্য ধন্যবাদ আপু।

খুব খুব ভালো যেন থাকা হয়।

শুভকামনা.।.।.।
dollarজিনজির১৭ মার্চ ২০১২, ১৫:৩২
খুব খুব ভাল লাগল। যাকে বলে ফাটাফাটি!! মাঝে মাঝে আপনাদের কবিতা পড়ে মনে হয়, ইশ, আমি যদি এমন লেখতে পারতাম? হক ভাই কত সুন্দর ছড়া লেখে। আসলে, আমার মনে হয় তিনি সারাদিনই এই ছড়ায় ছড়ায় কথা বলতে পারবেন। আমার খুব ভাল লাগে আপনাদের এই অসামান্য প্রকাশ দেখে। অনেক অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকুন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ০৯:১৩
জিঞ্জির ভাই, আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।

শুভকামনা থাকলো। খুব ভালো থাকুন।

Website Builder Widget

Multi Messenger

Free International Calls

 
Design by Free Wordpress Themes | Bloggerized by Free Blogger Templates | Walgreens Printable Coupons